একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি লেখক গবেষক আবীর আহাদ, টাঙ্গাইলে পাঁচদিন নিখোঁজ থাকার পর প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার লাশ হয়ে যাওয়ার ঘটনায় গভীর বিস্ময় ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তাঁরই স্বাধীন-করা স্বদেশে এভাবে একজন মুক্তিযোদ্ধাকে আততায়ীর হাতে নিষ্ঠুরভাবে নিহত হতে হলো—-এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না ।
আজ এক বিবৃতিতে আবীর আহাদ উপরোক্ত মন্তব্য করে বলেন, মুক্তিযোদ্ধা হাসান রেজার হত্যাকাণ্ডের হোতাকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর যেসব খুন, অত্যাচার, অগ্নিসংযোগ ও লুটতরাজ চলছে তারও সুষ্ঠু বিচার ও তাদের নিরাপত্তা প্রদান করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ।
আবীর আহাদ বলেন, আমরা আজ কয়েক বছর যাবত প্রত্যক্ষ করে আসছি যে, স্বাধীনতাবিরোধী রাজাকার ও তাদের সন্তানরা ক্ষমতাসীন দলের নেতাদের উপঢৌকন দিয়ে সেই দলে নাম লিখিয়ে, নেতাদের আশ্রয়ে-প্রশ্রয়ে তারা একাত্তরের পরাজয়ের গ্লানিতে তাড়িত হয়ে এখন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর প্রতিশোধ নিচ্ছে । অবিলম্বে তিনি এসব অপকর্ম কঠোর হাতে দমন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অন্যথায় নিজেদের জানমালের নিরাপত্তা বিধান করতে যদি প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের বাধ্য করা হয়, তাহলে তার পরিণতি কী হতে পারে, সে-বিষয়টি সংশ্লিষ্ট সকলকে হৃদয়াঙ্গম করতে হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply