সংসদ নির্বাচনের বিজয়ী আনন্দ উল্লাসের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন কে সামনে রেখে রাত ব্যাপি প্রচার ও গনসংযোগ চালিছেন উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারন সম্পাদক ও ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন সবচেয়ে জনপ্রিয় নেতা বার বার চেয়ারম্যান এ কে এম অাহাদুল হাসান (আহাদ)। আজ বুধবার(১৬-১-১৯) বিকাল ৩ টার দিকে বানা ও পাচুড়িয়া ইউনিয়নে হেলেঞ্চা বানা,ধুলজুড়ি বেড়িরহাট,বাঁশতলা,যুগিবরাট ভেন্নাতলা,টাবনি কঠুরাকান্দি বাজারে প্রায় প্রতিটি দোকানদার,কিছু সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ভোট ও নৌকা প্রতিক পাওয়ার জন্য মানুষর দোয়া ও জোর সমর্থন কামনা করেন। এলাকা জনসাধারন নেতাকে পেয়ে বাঁশতলা বাজারে পথ সভা আয়োজন করে।আহাদুল হাসান বলেন আমি রাজনৈতিক পরিবারের সন্তান।আমি সারা জীবন মানব কল্যানে নিয়োজিত থাকবো ঘোষনা দেন।ইউনিয়ন নির্বাচনে আমাকে নৌকা প্রতিক দেয় নাই তারপরও জনগন আমাকে নির্বাচিত করেছেন,আমি ইউনিয়ন বাসির কাছে কৃতজ্ঞ।আমি এবার নৌকা প্রতিক নিয়ে উপজেলা নির্বাচন করবো।আপনারা আমাকে দোয়া,সমর্থন,ভালবাসা,ও ভোট দিবেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply