গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:– গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পঙ্কজ বাহাদুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply