ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলাধীন রুপপাত ইউনিয়ন দেউলী গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য পুত্র মিয়া বাড়ির বাসারুল বারী দির্ঘ কয়েক বছর আলফাডাঙ্গা উপজেলা স্হায়ী ভাবে বসবাস করে আসছেন।পেশায় তিনি একজন দলিল লেখক,সাংবাদিক ও আর জে এফ এর সাবেক সভাপতি।আলফাডাঙ্গা বিভিন্ন সময় সামাজিক কর্ম কান্ডের সঙ্গে মানুষের সেবা করে আসছে।জনগণের পাশে থেকে সারা জীবন সেবা করে যাবেন বলে দৃঢ় প্রতিঞা করেন।পিতা খায়রুল বারী ৬০ দশকে রুপপাত ইউনিয়নে মেম্বর ছিলেন।দাদা এম এ ওয়াহিদ( টেপু মিয়া)সাবেক এম এল এ,বিটিশ বিরেধীআইনের বই লেখক নাট্যকার ও গীতিকার ছিলেন।তিনি অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করেন।বেয়ালমারী সৈয়দপুর ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা দাতা ছিলেন। বড় চাচা এ্যাডঃ শামচুলবারী মিয়া মহন(ভাষা সৈনিক) সাবেক বিএন পি স্হায়ী কমিটির অন্যতম সদস্য।ফরিদপুর একটি সড়কে তার নামকরন করা হয়।আরেক চাচা বোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিদুল(বরুন)বারী।এই মিয়া বাড়িতে একধীক ডাঃ ও প্রোকৌশলী আছেন।তিনি সদআলাপি ও মিষ্টিভাষি অন্যায়ের প্রতিবাদি সম্ভব্য আলফাডাঙ্গা উপজেলা ভাইচ চেয়ারম্যান পদ প্রার্থী।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply