যৌতুকের বলি এক নারীকে নিয়ে
কথা / শামসুদ্দীন হাসু
আমি বলতে আসিনি কোন
রুপ কথার গল্প
শোনাতে আসিনি কোন
মিষ্টি প্রেমের কাহিনী
আমি জানতে এসেছি আজ তোমাদের কাছে
আর কতকাল ধরে
নির্যাতনের শিকার হবে নারীরা এমনি করে।।
এইমাত্র আমার বোনকে
কবরে শোয়ায়ে এলাম
নীরব চোখের জলে অভাগীর
কাফন ভিজিয়ে দিলাম
একটি নতুন বাইসাইকেল দিতে পারিনি বলে
যৌতুকলোভী পাষন্ড স্বামী
পিটিয়ে মেরেছে তারে।।
এমনি করে প্রতিদিন আজ
অসহায় কত বোন
দানবের হাতে দিয়ে চলেছে
ফুলের মত জীবন
আর যেন কোন আমার বোনের হয়না এ পরিনতি
যৌতুকের এই অভিশাপ যেন
মুছে যায় চিরতরে।।
———————————————————————–
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply