মো: হাচিবুর রহমান কালিয়া(নড়াইল)প্রতিনিধিঃ– ছেলে ধরা আর গলাকাটা নিয়ে যখন গ্রামের মানুষের মধ্যে আতংক বিরাজ করাসহ নানা কাহিনী ভেষে বেড়াচ্ছে, দেশের বিভিন্ন স্থানে গনপিটুনির শিকারও হচ্ছে অনেকে। ঠিক তখনই নড়াইলের কালিয়ায় সোমবার বিকাল থেকে মঙ্গলবার দিনভর উপজেলা জুড়ে মাইকিং করে ছেলে ধরা ও গলাকাটা গুজবে কান না দিতে জন সচেতনতা সৃষ্টির জন্য এলাকবাসিদের সতর্ক করেছে দুই থানা পুলিশ।
মাইকিংয়ে করে বলা হয়েছে, ছেলে ধরা বা গলাকাটা সন্দেহে কোন মানুষকে গনপিটুনি দেবেন না। আর গনপিটুনি দিতে গিয়ে কেউ আইন হাতে তুলে নেবেন না। কোন লোককে সন্দেহ হলে সাথে সাথে পুরিশকে জানাতে বলা হয়েছে। এছাড়া ওইসব সতর্ক বার্তা পৌছে দিতে মঙ্গলবার থেকে পুলিশ কর্মকর্তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ করেছেন। ওই সব সমাবেশে কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম ও নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবিরসহ স্থানীয় সমাজকর্মীরা বক্তব্য রাখেন।
সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেছেন, নড়াইলের পুলিশ সুপারের নির্দেশে ওই ধরনের অপপ্রচার ও গুজব ভীতি থেকে মানুষকে সতর্ক করতে এবং যাতে কেই আইন হাতে তুলে নিয়ে নিজেকে বিপদগ্রস্থ না করে সে কারনে মাইকিং ও সমাবেশের মাধ্যমে সকলকে সচেতন করা হচ্ছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply