মোঃ লোকমান রাসেল, বেনাপোল প্রতিনিধি:- যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি কামরুল হাসান জয়কে (৩৩) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৪ জুলাই) বিকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক কামরুল হাসান জয় কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভারতে যাওয়ার জন্য সে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায় সে ধর্ষণ মামলার আসামি। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে তুলে দেওয়া হয়।
বেনাপোল পোর্টথানার এএসআই শাহিন ফরহাদ জানান, তার নামে কিশোরগঞ্জের কুলিয়াচর থানায় ধর্ষণ মামলা রয়েছে। ওই থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে তাকে নেওয়ার জন্য।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply