মোঃ লোকমান রাসেল, বেনাপোল প্রতিনিধি:- যশোরে বেনাপোল সীমান্ত থেকে ৩৯৯ বোতল ফেন্সিডিলসহ মামুন আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুটখালী ক্যাম্পের সদস্যরা।
বুধবার (২৪ জুলাই) সকালে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটক মামুন আলী শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে ফেন্সিডিল এনে বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামের বালুর মাঠের মধ্যে অবস্থান করছে।
এমন সময় পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩৯৯ বোতল ফেন্সিডিলসহ মামুনকে আটক করেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply