গোপালগঞ্জে ছেলে ধরা ও গলাকাটা সন্দেহে গণপিটুনী দিয়ে মানুষ হত্যা ও আহত করা এবং গুজবে কান না দেয়ার বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের পক্ষ থেকে জন সচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া, বেদগ্রামসহ বিভিন্ন স্থানে মাইকিং করে ছেলে ধরা ও গলাকাটা সন্দেহে গণপিটুনী দিয়ে মানুষ হত্যা ও আহত করা এবং গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মুন্না, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোল্যা নিউটনসহ পুলিশ সদস্য ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা আইন নিজেদের হাতে তুলে না নিয়ে সন্দেহকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া ও ট্রিপল নাইনে কল করার জন্য জনগনের প্রতি আহবান জানান।
মোজাম্মেল হোসেন মুন্না, ২৫,০৭,২০১৯
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply