গোপালগঞ্জ প্রতিনিধিঃ- সততা, মানবতা অর্জন, বিবেকের জাগরণ চর্চা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধণ করা হয়েছে।
পশারগাতী ইউনিয়নের এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের আয়োজনে ও মুকসুদপুর উপেজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এ সততা স্টোরের উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে ফিতা কেটে এ সততা স্টোরের উদ্বোধন করেন প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী।
সভা প্রধান ছিলেন এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন শাহীন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক হায়দার হোসেন। পশারগাতী ইউপি চেয়ারম্যান এস এম কামরুল হাসান স্বপন, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী আরিফুল ইসলাম রিপন।
এ সততা স্টোরে বিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় ৪০টি আইটেমের পণ্য থাকবে। কিন্তু, থাকবে না কোন বিক্রেতা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য নিয়ে নির্দিষ্ট মূল্য নিজেরাই একটি বাক্সে রেখে যাবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply