কালের চাকা ডেষ্কঃ- ফরিদপুরের আলফাডাঙ্গায় ১নং বুড়াইচ ইউনিয়নের সদস্য অসিদ মৃধা প্রতিবাদ জানিয়েছেন। তার নামে গত ২৫ তারিখে, দৈনিক নবচেতনা পত্রিকার অনলাইনে, “আলফাডাঙ্গায় ভিজিএফ কার্ড বরাদ্দের হিস্যা নিয়ে চেয়ারম্যান গ্রুপের সাথে সংঘর্ষ” শিরোনামে একটা সংবাদ প্রকাশিত হয়। ইউপি সদস্য উক্ত সংবাদটির প্রতিবাদ পাঠিয়েছেন। নিম্নে তার বক্তব্য হুবহু তুলে ধরা হলোঃ
ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল অনুযায়ী ভিজিএফ কার্ড ওয়ার্ডে, জনসংখ্যার ভিত্তিতে ভাগ করা হয়। যে ওয়ার্ডে জনসংখ্যা বা ভোটার বেশি সে ওয়ার্ড কার্ড পাবে বেশি। আমাদের পরিষদেও নীতিমালা অনুযায়ী কার্ড ভাগ করা হয়েছিল। কিন্তু জাফর শিকদার (৯ নং ওয়ার্ড) সমান ভাগ দাবী করেন। অথচ তার ওয়ার্ডে জনসংখ্যা আমাদের বড় ওয়ার্ড গুলোর জনসংখ্যার অর্ধেকেরও কম।
আমি তার নিয়মবিরোধী দাবীর বিরোধীতা করি। এতে জাফর শিকদার ক্ষিপ্ত হয়ে আমাকে “মালাউনের বাচ্চা” বলে গালি দেন। আমি উক্ত গালির প্রতিবাদ করায় তিনি আরো ক্ষিপ্ত হয়ে পড়েন।
জাফর শিকদার ও আমার মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে পলাশ মাহমুদ (৮ নং ওয়ার্ড) জাফর শিকদারের পক্ষ নেন। এহেন উত্তপ্ত বাক্য বিনিময় ও উত্তেজনার মধ্যে চেয়ারম্যান সাহেবের হস্থক্ষেপে বিষয়টি মিমাংসীত হয়।
নবচেতনা পত্রিকার অনলাইনে হাতাহাতি সংঘর্ষের সংবাদটি সত্য নয়। সংবাদটি হলুদ, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রোনদিত। কিছু কুচক্রী তাদের কু স্বার্থ হাসিলের জন্য সংবাদটি তৈরী ও প্রচার করছে। যা ইউনিয়ন পরিষদের জন্য মানহানিকর। প্রতিবেদকের মনগড়া তথ্যের ভিত্তিতে সংবাদ তৈরী ও প্রচারে, কান্ডজ্ঞানহীনতার পরিচয় ছাড়া আর কিছু পাওয়া যায় না।
ফেসবুকে ভিজিএফ কার্ড নিয়ে পোষ্ট করা করা হয়েছে। সেখানে আমাকে নিয়ে বিভ্রান্তিকর, ভূল তথ্য দেয়া হয়েছে।
যেখানে কোন মারামারির ঘটনাই ঘটেনি, সেখানে গনধোলাই, সংঘর্ষ, আহত শব্দগুলো — শুধুই হাস্যকর।
বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সুনাম ও দক্ষতা সম্পন্ন পরিষদ পরিচালনা দেখে কিছু কুচক্রী’র গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা বিভিন্ন ভাবে চেয়ারম্যানের মান ক্ষুন্ন ও ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
আমি উক্ত সংবাদ ও ফেসবুক পোষ্ট গুলোর তীব্র প্রতিবাদ ও গভীর নিন্দা জানাই। সেই সাথে ১নং বুড়াইচ ইউনিয়ন ও আলফাডাঙ্গা উপজেলার সকল ফেসবুক ব্যবহারকারী সুধীজন- আপনাদের- প্রপাগান্ডা, ভিত্তিহীন ফেসবুকের অপপ্রচার ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
অসিত মৃধা
সদস্য
৫নং ওয়ার্ড
১নং বুড়াইচ ইউনিয়ন পরিষদ
আলফাডাঙ্গা, ফরিদপুর।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply