একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি লেখক গবেষক আবীর আহাদ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার ছোবলে আক্রান্ত বানভাসি অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সরকারসহ দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সারা দেশব্যাপী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সচ্চল মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিও অনুরোধ জানান।
আজ এক বিবৃতিতে আবীর আহাদ উপরোক্ত আহ্বান জানিয়ে আরো বলেন, ভয়াবহ বন্যার পাশাপাশি মুক্তিযুদ্ধবিরোধী একটি অপশক্তি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নের অংশ হিশেবে নানান গুজব ও অপপ্রচারণায় লিপ্ত হয়ে অপরাজনৈতিক ফায়দা লুটতে গভীর চক্রান্তের জাল বুনে চলেছে। দেশ ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির এহেন চক্রান্ত প্রতিহত করার জন্য দেশপ্রেমিক দেশবাসী এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় উজ্জীবিত প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply