পরকিয়া একটা ভয়ংকর নেশার নাম
রিয়াজ মুস্তাফিজ
(ভাল থেকো আমার ভালবাসা তোমার প্রেমিকদের নিয়ে – পরকীয়া আসক্ত স্ত্রীর প্রতি স্বামীর ঘৃণাভরা স্টাটাস )
পরকিয়া দিন দিন ফ্যাশনে পরিনত হচ্ছে। হ্যান্ডসাম স্বামী থাকার পরেও ওভার স্মার্ট স্ত্রী তলে তলে অন্য পুরুষের সাথে টাইম পাস করে যাচ্ছে। এক্ষেত্রে স্বামী বেচারাকে কিছুই বুঝতে দেয়া হচ্ছে না। কোন কিছুর ঘাটতি নেই, কোন অভাব নেই তার পরেও……?
নায়িকাদের চেয়েও সুন্দরী স্ত্রী ঘরে জ্বলজ্বল করার করে। তার পরেও এক শ্রেনীর স্বামীরা হুটহাট অনৈতিক প্রেম জড়িয়ে যাচ্ছে। আফিমের নেশার মত পরকিয়ার নেশা।
ফলশ্রুতিতে, সন্দেহ, ভূল বোঝাবুঝি, ঝগড়া, কলহ এবং ডিভোর্স।
এখানেই শেষ নয়, পরকিয়ায় আসক্ত স্ত্রীকে যথেষ্ঠ প্রমানের অভাবে কিছুই বলা যায় না। আবার প্রমাণ পেলেও ডিভোর্স দিতে গেলেই মামলা খেতে হবে। সে সাথে যদি সংসারে বাচ্চাকাচ্চা থাকে, তাহলে মহাবিপদ।
স্ত্রীদের ক্ষেত্রে বাচ্চা ফেলে সংসারের মায়ায় কিছুই করার থাকেনা। নিরবে চোখ মুখ বুজে চালাতে হয় ডেমি একটা সংসার।
পাত্র পাত্রীর অপছন্দে বিয়ে, অভাব, অতিরিক্ত স্বচ্ছল চাহিদা, বিলাসী জীবন যাপনের আশা, সাবেক প্রেম সহ আরো কারন পরকিয়াকে উস্কে দিচ্ছে। অবাধ যোগাযোগ ব্যবস্থা, পরিবারের প্রতি অশ্রদ্ধা কম দায়ী নয়।
সে সাথে মহান কয়েকটা ভারতীয় টিভি চ্যানেল বস্তা বস্তা সন্দেহবাতিক, নষ্ট চেতনা ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশের অবলাদের মনে।
পরকিয়া, একটা বিকৃত বৈপরিত্বের আকর্ষন। মরন নেশার চেয়েও ভয়াবহ। বেঁচে থেকে মরে যেতে হয় এই আসক্তিতে।উচ্চ বিত্ত, মধ্যবিত্তে পরকিয়া না থাকলে, স্টাটাস থাকেনা।
চট্টগ্রামের ডাক্তারের আত্বহত্যাকে কোন ভাবেই সমর্থন বা মেনে নেওয়া যাচ্ছেনা। দেশে হাজার হাজার মানুষ পরকিয়ার যন্ত্রনার তীর বুকে বিধে অনেকেই মরার মত বেঁচে আছেন। তবে পায়ের নিচের সমস্ত মমাটি যযখন সসরে যায় তখনি মানুষ আত্বহত্যার পপথ বেছে নেয়।তার পরেও তিনি ঠান্ডা মাথায় ভেবে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন।
দাম্পত্য জীবনে সুখের মত সুখ আর কিছুতে নেই। বিশ্বাস, আস্থা, স্বল্প চাহিদা, উচ্চাভিলাসী না হওয়া সহ আরো কিছু বোঝাপড়ার বিষয় থাকে।
যে সংসারে এগুলো থাকবে, সুখের আধার হবে সে সংসার। পারিবারিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন মেনে চলে, নিজের কু প্রবৃত্তি দমন চললে পরকিয়া হতে দূরে থাকা সম্ভব বলে আমার মনে হয়।
অবশেষে, রক্ত বলে একটা কথা আছে। সেটাতো পরিবর্তন সম্ভব নয়।
তাই জোর গলায় বলতে ইচ্ছে হয় ” নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো।
রিয়াজ মুস্তাফিজ
০১-০২-১৯
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply