গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:- ছেলেধরা ও গলাকাটা সন্দেহে গনপিটুনী দিয়ে মানুষ হত্যা বা গুজব প্রতিরোধে জনগনকে সচেতন করার লক্ষ্যে নানা কর্মসূটি গ্রহণ করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশ। এ বিষয়ে প্রতিদিন মাইকিং ও সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।
এরই অংশ হিসেবে আজ রবিবার কোটালীপাড়া থানার হলরুমে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। ওসি তদন্ত মো: জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম। সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম বলেন, ছেলেধরা বা গলাকাটা সন্দেহে আপনারা আইন নিজেদের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে সোপর্দ করুন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply