মোঃ লোকমান রাসেল,বেনাপোল প্রতিবিধিঃ-
বুধবার সকাল ৯.৩০ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশনে গুজবে কান দিবেননা ও বিভ্রান্তি না হওয়ার জন্য খুলনা রেলওয়ে জোনের ওসি মোঃ ওসমান গনি পাঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চলন্ত ট্রেনে পাথর ছোড়া, রেল পাটির উপর পাথর রাখা, চলন্ত ট্রেনে কানে এয়ার ফোন ব্যাবহার করে লাফিয়ে ওঠা,ছেলে ধরা মন্তব্য করে কাউকে গন পিটুনি দেওয়া এসকল কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। এসময় এলাকার বিভিন্ন পেশার শ্রমজীবি পুরুষ ও মহিলা গন উপস্থিতছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ডি,আই,ওআর,এস, বি, মোল্লা মিজানুর রহমান খুলনা জোন,বি এম, আই, মোঃ কামাল উদ্দিন ইনচার্জ বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ী,এ,এস,আই মোঃ আঃ আলীম সহকারী ইনচার্জ বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ী,মোঃ সাইদুজ্জামান ষ্টেশন মাষ্টার বেনাপোল রেল ওয়ে ষ্টেশন,কনেষ্টবল মোঃ আবু বক্কর রেলওয়ে বেনাপোল।সার্বিক আয়োজনে ছিলেন ইনচার্জ বেনাপোল রেলওয়ে ষ্টেশন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply