নিষেধাজ্ঞার মাঝেও গোপালগঞ্জের কোচিং সেন্টারের উদ্যোগে পিকনিক
গোপালগঞ্জ প্রতিনিধিঃ- সারাদেশে কোচিং সেন্টার সমুহের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকলেও গোপালগঞ্জের গোল্ডেন কোচিং সেন্টার তাদের কার্যক্রম বন্ধ রাখে নাই।
শুক্রবার সকালে গোল্ডেন কোচিং সেন্টার তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে নড়াইলের নিরিবিল পার্কে গিয়ে পিকনিক করেছে। এসময় এসএসসি পরীক্ষার্থীদেরও তাদের সাথে দেখা গেছে। ৫ টি বাস ভরে গোল্ডেন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা পিকনিকে যায়। পিকনিকের বিশাল আয়োজনে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও শরীক হয়েছেন।
নিষেধাজ্ঞার মাঝে কোচিং সেন্টারের উদ্যোগে পিকনিক করার কারন জিজ্ঞাসা করা হলে গোল্ডেন কোচিং সেন্টারের পরিচালক পলাশ রায় বলেন ,“কোচিং সেন্টার বন্ধ করেছে সরকার। পিকনিকতো আর বন্ধ করে নাই”। তবে পলাশ রায়ের এ মন্তব্য সঠিক হয় নাই। সরকারের নির্দেশ রয়েছে কোচিং সেন্টারের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে।
উল্লেখ্য গোল্ডেন কোচিং সেন্টারের বিরুদ্ধে সরকারের শিক্ষানীতি বিরোধী কর্মকান্ড পরিচালনার বিষয়ে ইতিপূর্বে বিস্তর লেখালেখি হয়েছে বলে জানা গেছে। কিন্তু ঐ কোচিং সেন্টারের পরিচালক পলাশ রায় ধরাকে সরা জ্ঞান করছে। সরকারের নীতিমালাকে সে মোটেও বিবেচনা করে না বলে অভিযোগ রয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply