গোপালগঞ্জ প্রতিনিধিঃ- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেন এবং বিকালে দাপ্তরিক কাজ সেরে পুনরায় এ কার্যক্রম পরিচালনা করেন।
গোপালগঞ্জের জনপ্রিয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই পরোপকারী (আসপ) ও বিডি ক্লিন গোপালগঞ্জ শাখা জেলা প্রশাসকের সাথে একাত্মতা ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নির্মাণাধীন পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে সম্প্রতি এমন মিথ্যা গুজব এবং গুজবের কারণে ঘটে যাওয়া হিংস্র হত্যাকান্ডের বিরুদ্ধে জনসচেতনতা মূলক প্রচারণায় অংশ নেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে সহকারী কমিশনার আফিয়া শারমিন, সি,এ কাজী সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে স্ব স্ব উদ্যোগে নিজেদের বাসস্হান ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন এবং সাম্প্রতিক সময়ের গুজবকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply