গোপালগঞ্জ প্রতিনিধিঃ– গোপালগঞ্জে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঈদের দিন সকাল সোয়া ৮ টায় শেখ মনি স্টেডিয়াম মাঠে ঈদের প্রথম জামাত, সাড়ে ৮ টায় গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসায় ও কোর্ট মসজিদে ২য় জামাত অনুষ্ঠিত হবে। ঈদেও দিন জেলার কোথাও কোন এলাকায় রাস্তা ঘাটে, গাড়ীতে নাচ-গান করতে দেয়া হবেনা। যত্রতত্র পশু জবাই করা যাবেনা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। ঈদে ত্যাগ ও শোকের মাসে শোক প্রকাশ করার মধ্য দিয়ে এবার গোপালগঞ্জে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা পালন করা হবে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে গনপূর্ত নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. তরুল মন্ডল, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply