উজ্জ্বল হীরা মেডিকেল প্রতিনিধিঃ- ১ আগস্ট বৃহস্পতিবার CDC, DGHS, Platform ও ঢাকার ২৭ টি মেডিকেল কলেজের সহযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ গুলোতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন এর অংশ হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় কাজটি হয় এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরম আস্থাভাজন শ্রদ্ধেয় Billal Alam স্যার ও কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন শ্রদ্ধেয় Abu Jafor স্যার। এছাড়াও শ্রদ্ধেয় Sattar Sarker স্যার ছিলেন ফোকাল পার্সন হিসেবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply