সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত ৬ বছরের শিশু মো. জীম হোসেন সাতক্ষীরা সদর থানার অন্তর্গত বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের মো. আমিনুর রহমানের একমাত্র ছেলে। জীমের পিতা মো. আমিনুর রহমান পেশায় দিনমজুর।
তিনি জানান, জীম জন্ম থেকেই হার্টের সমস্যায় আক্রান্ত। তার জন্মের পর থেকে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো উপকার হয়নি। সর্বশেষ ২০১৬ সালে খুলনার ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার কে দেখালে তিনি বলেন জীমের হার্টে ছিদ্র আছে অপারেশন করলে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু হার্টের অপারেশন করতে ১০-১৫ লাখ টাকার প্রয়োজন। সেই টাকা পিতা মো. আমিনুরের পক্ষে জোগাড় করা সম্ভব নয় বলে তিনি ছেলের চিকিৎসা করতে পারছেন না। যা আয় হয় তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে সেখানে ছেলের চিকিৎসা করা অসম্ভব ব্যাপার।
আমিনুর রহমান আরো বলেন, বৃদ্ধ পিতা-মাতা, প্রতিবন্ধী ভাই, স্ত্রী ও অসুস্থ্য ছেলে সহ ৬ জনের সংসার চালাতে পারিনা। আমার পিতার ফসলের কোনো জমি নেই, ২ শতক বসত ভিটা আছে মাত্র। দৈনিক ২০০-২৫০ টাকা আয় করে ছেলের চিকিৎসার জন্য ১০-১৫ লাখ টাকা কিভাবে জোগাড় করবো। ছলছল চোখে আমিনুর রহমান বলেন, টাকা না থাকায় আমার ছেলের চিকিৎসা করতে পারছিনা যদি কেউ আমার ছেলের চিকিৎসা করার জন্য সাহায্য করতো তাহলে মনে হয় আমার ছেলেটা ভালো হয়ে যেত।
জীমের মা মোছা. সাগরিকা খাতুন বলেন, আমার ছেলের জন্ম থেকেই হার্টে ছিদ্র আছে। অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন যা আমার স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। আর তাই আমার ছেলের অপারেশন ও করা হয়নি। তার হার্টের ছিদ্র ওভাবে আছে আর এখন জীমের মুখের ডান পাশ জুড়ে টিউমার হয়েছে জানিনা আল্লাহ্ তাকে কি করবে। তবে তার সঠিক চিকিৎসা করলে মনে হয় সে ভালো হয়ে যেতে পারে কিন্তু এতো টাকা কোথায় পাবো।
অসুস্থ্য জীমের পরীক্ষার রিপোর্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় কুমার এর সাথে সাক্ষাত করলে তিনি বলেন অপারেশন ছাড়া এই ধরনের রোগী কোনোভাবেই সুস্থ্য হবে না।
ফুটফুটে চেহারার ৬ বছরের শিশু মো. জীম হোসেন জন্ম থেকেই যে রোগ বয়ে বেড়াচ্ছে তা অপারেশন ছাড়া মুক্ত করা সম্ভব নয়। কিন্তু অপারেশন করার মতো অর্থ তার দিনমজুর পিতার নেই। তার পিতা সমাজের বিত্তবানদের কাছে একমাত্র ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন।
জীমের সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭২৪৮৪৮১৯৪ এই নাম্বারে।
সাহায্য পাঠানোর জন্য ০১৯৩১৮৮৪১২৬ (বিকাশ পার্সোনাল)
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply