কোটালীপাড়া উপজেলা নির্বাচন, এবারও ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মতিয়ার রহমান হাজরা
গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এবারও ভাইস চেয়ারম্যান
পদে লড়বেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক
মতিয়ার রহমান হাজরা। আজ রবিবার তিনি তার নিজ কার্যালয়ে স্থানীয়
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
এ সময় দলীয় নেতা-কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতিয়ার রহমান হাজরা বলেন, ছাত্রজীবনে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে
নেতৃত্ব দিয়েছি। এরপর প্রায় একযুগ ধরে উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে
দায়িত্ব পালন করছি। গত আওয়ামী লীগের কাউন্সিলে দল আমাকে উপজেলা আওয়ামী
লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব দিয়েছে। বিগত ৫বছর ধরে উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর সেবা করে যাচ্ছি। আগামীতেও
উপজেলাবাসীর সেবার জন্য ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো বলে
আশা প্রকাশ করছি। উপজেলাবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি
নিরালসভাবে তাদের সেবা করে যাবো
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply