গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ।
সোমবার বিকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ১৭ জন ডেঙ্গু রোগীকে দেখতে যান সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা। এসময় ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন। তাদের সকলকে ডাব খাওয়ান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি তাদের সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন তিনি।
এসময় সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল ইসলাম সাজ্জাত, মোল্লা রিয়াজুল ইসলাম, রিফাত জামান, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা বলেন; “মানুষ মানুষের জন্য” । মূলত এই দৃষ্টিকোন থেকেই আমি, আমার সংগঠন সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে থাকবে ছাত্রলীগ। সমাজকে বদলে দিতে সকল শ্রেনী পেশার মানুষকে নিবেদিত প্রাণ হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, গোপালগঞ্জে ৩৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন, মুকসুদপুরে ৫ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন ও কাশিয়ানীতে ১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply