কালিয়া প্রতিনিধি:- সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্ধের কারণে বন্ধ হয়ে আছে খুলনার তেরখাদা ও নড়াইলের কালিয়া উপজেলার মধ্যে দিয়ে প্রবহমান আঠারো বাকি নদের খননকাজ।
নদের এক পারের লোকজনের দাবি, ১৯৩০ সালের সিএস ম্যাপ অনুযায়ী সীমানা নির্ধারণ করে নদটি খনন করতে হবে। আর অন্য পারের লোকজন বলছেন, ১৯৬০ সালের এসএ ম্যাপ অথবা স¤প্রতি প্রকাশিত আরএস ম্যাপ অনুযায়ী এই খননকাজ চালাতে হবে। নদের দুই পারের লোকজনের এই দ্বন্ধে বিপাকে পড়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সীমানা নির্ধারণ না হওয়ায় এবং উভয় পারের লোকজনের বাধার কারণে তারা আঠারো বাকি খনন করতে পারছে না। তেরখাদা উপজেলা থেকে খনন কাজ শুরু করে এখন বাগুডাঙ্গা অংশে এসে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছে। নদী খনন সমস্যা সমাধানে রবিবার (৪ আগস্ট ) সিংগাতি গ্রামে নড়াইল জেলা প্রসাসক আনজুমান আরা ও বাগেরহাট জেলাপ্রসাসক মামুনুর রশিদ এর জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হুদা,মোল্লাহাট উপলোর নির্বাহী অফিসার ,পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান হিরু মোল্লা ,চুনখোলা ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তারা ।বৈঠকে দুই পাড়ের মানুষের কথা শোনেন এবং বন্ধ থাকা নদী খনন অংশ পরিদর্শন করেন ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply