কালের চাকা নিউজ ডেস্কঃ- গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নামক এলাকায় থ্রি-হুইলার দুর্ঘটনায় শহিদুল মুন্সী (৩৫) ও বাবু মুন্সী (৩০) নামে দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নুরি মুন্সীর ছেলে শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের বিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ ও সদর থানার এস,আই সাইফুল ইসলাম জানান, রাত হওয়ায় দুর্ঘটনাটি কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি। তবে রাস্তার উপর দুমড়ে মুচড়ে যাওয়া থ্রি-হুইলারটি পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালায়। সেখান থেকে তারা শহিদুল মুন্সীর লাশ উদ্ধার করে এবং মারাত্মক আহত অবস্থায় বাবুকে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply