সাতক্ষীরা প্রতিনিধিঃ- ভীমরুলের কামড়ে প্রাণ গেল ৮ বছরের শিশু তৌফিকের।
তৌফিক (০৮) কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের মো.বাবলুর রহমানের ছেলে ও গোয়ালচাতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১০ আগস্ট) শিশু তৌফিক (০৮) বন্ধুদের সাথে প্রতিদিনের ন্যায় খেলা করছিল। খেলার ফাঁকে তৌফিক বাড়ির পাশে অবস্থিত একটি আম গাছে উঠেছিল। কিন্তু প্রাণঘাতী ভীমরুল আম গাছের পাতার আড়ালে চাক বাঁধলে কেউ তার খবর পাইনি। তৌফিক গাছে ওঠার কারণে ভীমরুলের চাকে আঘাত লাগলে ভীমরুল দল বেঁধে তৌফিককে আক্রমণ করে। এই খবর পেয়ে তৌফিকের মা তাকে নিয়ে গ্রাম্য ডাক্তার আব্দুল হাকিম কে দেখালে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিকভাবে তারা তৌফিককে (০৮) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শফিকুল ইসলাম তার চিকিৎসা করেন।
অবশেষে তৌফিকের অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম তৌফিককে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শনিবার (১০ আগস্ট) রাত ১০ টার দিকে তৌফিককে (০৮) সাতক্ষীরা নিয়ে যাওয়ার মাঝ পথেই তৌফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তৌফিকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, রবিবার (১১ আগস্ট) সকাল ১১ টায় পিতার বসতবাড়ির আঙিনায় জানাজা নামাজ শেষে তৌফিককে (০৮) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply