(নির্বাহী সম্পাদক ও প্রতিকি ট্রাক্টর ছবি)
আলফাডাঙ্গা প্রতিনিধি : আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দৈনিক কালের চাকা পত্রিকার নির্বাহী সম্পাদক ও কালের চাকা বন্ধু সংঘ এর আলফাডাঙ্গা শাখা কমিটির সভাপতি মনেম শাহরিয়ার শাওন অবৈধ মাটিবাহী ট্রাক্টর এর ধাক্কায় গুরুতর আহত হয়েছে।
সোমবার ইদের দিন বিকাল অফিসিয়াল কাজের অংশ হিসেবে উপজেলার গোপালপুর রোড এ অতিক্রম করার সময় পিছন থেকে অবৈধ মাটিবাহী ট্রাক্টর ধাক্কা দেয়।
ধাক্কা লাগার পর মনেম শাহরিয়ার শাওন সহ তার সাথে পিছনে বসে থাকা দৈনিক কালের চাকার স্টাফ রিপোর্টার ও কালের চাকা বন্ধু সংঘ আলফাডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশফাক সজিব (আব্দুল হামিদ) সহ ছিটকে রাস্তার পড়ে পড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর জখম সহ তার বাম হাতের গোড়ালিতে ফেটে যায়। স্থানীয় জনতা ট্রাকটর টিকে ধরতে গেলে বেপরোয়া গতিতে ট্রাকটর টি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয় জনগন এর সহায়তার গুরুতর আহত দৈনিক কালের কালের চাকার নির্বাহী সম্পাদক মনেম শাহরিয়ার শাওন ও স্টাফ রিপোর্টার আশফাক সজিব (আব্দুল হামিদ) কে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে স্বাস্থ কমপ্লেক্সে এর দ্বায়িত্বরত ডাক্তার মো জুয়েল রানা এর তত্বাবধায়নে প্রাথমিক চিকিৎসা সহ জখম স্থানে শেলাই সহ প্রয়োজনিয় জরুরি চিকিৎসা দেয়া হয়। ডাক্তার জুয়েল রানা দৈনিক কালের চাকাকে বলে উন্নত চিকিৎসার জন্য নির্বাহী সম্পাদক কে ঢাকায় নিয়ে যেতে হবে।
এ সময় দৈনিক কালের চাকার সম্পাদক ও প্রকাশক মাহির শাহরিয়ার শিশির বলেন – অবৈধ এই মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধ ও বেপোরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানানো হবে ও প্রয়োজনে স্বারক লিপি দেয়া হবে।
স্থানীয় জনগন এর সাথে কথা বলে জানা যায় অধিকাংশ ট্রাক্টর চালকরাই বেপরোয়া গতিতে চালানোর কারণে মাঝে মধ্যে ঘটেই চলেছে ছোট-বড় দূর্ঘটনা।
নাম না প্রকাশ করে এক স্থানীয় এক ব্যক্তি বেশি লাভের আশায় ট্রাক্টর মালিক পক্ষ স্বল্প বেতনে অপ্রাপ্ত বয়সের চালককে দিয়ে ট্রাক্টর চালানোর ফলে সারা দেশে সড়কে চলাচলরত স্কুল গামী কমলমতি ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঝে মধ্যে ট্রাক্টরের চাপায় আহত ও নিহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের পেশাগত কোন প্রশিক্ষণ না থাকায় ভ্যান চালক হেলপাররাই ট্রাক্টর মালিকদের ভরসা।
দৈনিক কালের চাকার ভারপ্রাপ্ত সম্পাদক পরশ উজির বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাক্টর গাড়ির কোন অনুমোদন নেই। খুব শীঘ্রই তালিকা করে এসব ট্রাক্টর চালক ও মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহি অফিসার,উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়াম্যান এর কাছে বিষয়টি জানিয়ে সমস্যা সমাধানের চেস্টা করবো।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply