কালিয়া নড়াইল প্রতিনিধি:- নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মোল্যা নজরুল ইসলামকে (৭০ সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান বিপ্লবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার কলাবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত নজরুলকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন কলাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ নেতা হাফিজুর রহমান বিপ্লব প্রতিহিংসা পরায়ণ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোল্যা নজরুল ইসলামের ওপর ক্ষুদ্ধ ছিল।
কলাবাড়িয়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা পানরত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাফিজুর রহমান বিপ্লবের নেতৃত্বে ১০-১৫ জনের একদল স্বশস্ত্র দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা করে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায়। আহত নজরুল ইসলাম ও তার স্বজনরা এই অভিযোগ করেন। এরপর স্থানীয় লোকজন নজরুলকে উদ্ধার করে তাঁকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষ উত্তেজিত হলে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ হামলার ঘটনায় নজরুল মোল্যার ভাইপো কামাল মোল্যা বাদি হয়ে শুক্রবার সকালে নড়াগাতি থানায় একই গ্রামের হাফিজুর রহমান বিপ্লব এবং হাসানসহ ১০জনের নাম উল্লেখসহ ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে উপজেলার নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির বলেন,‘নজরুল মোল্যার ওপর হামলার বিষয় জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভূক্ত আসামী জুবায়ের (৩৩) খুবায়ের (২৯) ও দিদারুলকে (৩১) আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply