হারান মিত্র (আলফাডাঙ্গা) ফরিদপুর প্রতিনিধি :- ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ১৭ আগষ্ট রাত ১২ টার পরবর্তি সময়ে থানা পুলিশের ১ ঝটিকা অভিযানে খুন মামলার উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের ওয়ারেন্ট ভূক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
পরবর্তিতে সকাল ১০ টায় ঐ মামলায় আদালতে সোপর্দ করেন।
এ অভিযানে আলফাডাঙ্গা থানার উপ পুলিশ পরিদর্শক স্বপন কুমার এর নেতৃত্বে, এসআই সেলিম, এএসআই আওলাদ হোসেন, এএসআই সফি এবং এএসআই রাসেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আলফাডাঙ্গা থানার খুন মামলা ২
তারিখ ০৭/০৯/২০১৭ ইং এর আদালতের গ্রেফতারী পরোয়ানা মোতাবেক আকিদুল, ইসা শেখ, মুছা শেখ, মতিয়ার রহমান শেখ, ইয়াকুব, এসমতআরা এবং সুমি সহ ৭ জন কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply