বিশেষ প্রতিনিধিঃ- বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই দারুসসালাম এর উদ্যোগে যথাযথ র্মযাদা ও ভাবগার্ম্ভীযরে মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতরি পিতা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান এর ৪৪তম শাহাদাৎ র্বাষকিী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে হাইকমিশন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, মোনাজাত, এক মিনিট নিরবতা পালন, বিশেষ প্রামাণ্য চিত্রপ্রদর্শন এবং আলোচনাসভা । দিবসের শুরুতে হাইকমিশনার জনাব এয়ার ভাইস মার্শাল (অব:) মাহমুদ হোসেন এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী নেতৃবৃন্দকে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। হাইকমিশনারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে পবিত্র কোরআন তেলাওয়াত এর পর হাইকমিশনের এর কর্মকর্তাগণ কর্তৃক মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্ট এর সকল শহীদের আত্মারমাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনাকরে কোরানখানি ও বিশেষ মোনাজাতকরা হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবর্গ জাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং তাঁর সংগ্রামী রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে এ দিনের ঘটনা পরম্পরা এবং বাঙ্গালী জাতির জীবনে এর সুদুর প্রসারী নেতিবাচক প্রভাবের দিকটি তুলে ধরে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিদ্ধস্ত দেশে অতিদ্রুত প্রয়োজনীয় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁরনির্মম হত্যাকান্ডের মধ্যদিয়ে বাংলাদেশের উন্নয়নমুখ থুবড়ে পড়লে ও মাননীয় প্রধানমন্ত্রী তাঁর জীবনের সবচেয়ে বড় শোককে শক্তিতে পরিণতকরে দেশকে উন্নয়নের অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জনগণের চাহিদা অনুযায়ী তাদের জীবন মানউন্নত করণের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। তিনি প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচী বাস্তবায়নে সহায়তার আহ্বান জানান এবং বলেন এতেই বঙ্গবন্ধুর আত্মত্যাগ স্বার্থকতা পাবে।
জাতীয় শোক দিবসের কর্মসূচিতে ব্রুনাই দারুসসালামে বসবাসকারী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারীসহপ্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। সবশেষে আগত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তী ঘটে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply