গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:-‘আমরা করবো স্বেচ্ছায় রক্তদান, রক্তের অভাবে মরবেনা আর একটিও প্রাণ’ এই ম্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে ও মুনা জেনারেল হাসপাতালের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালিত হয়েছে।
শনিবার উপজেলার সরকারি তারাশী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়।
পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যশোদা জীনব সাহা, সরকারি বঙ্গবন্ধু কলেজ সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, সমাজসেবক ইউছুফ দাড়িয়া, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু, মুনা জেনারেল হাসপাতালের পরিচালক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
পাঁচ ঘন্টা ব্যাপী চলা ফ্রি এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫শতাধিক ব্যক্তির গ্রুপ নির্ণয় করা হয়।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, কোটালীপাড়ায় কোন ব্লাড ব্যাংক নেই। যার কারণে আমরা মূমুর্ষ রোগীদের জন্য সহজে ব্লাড ম্যানেজ করতে পারি না। তবে এ উপজেলায় কয়েকটি অনলাইন ব্লাড ব্যাংক কাজ করে। তারা ফেসবুকের মাধ্যমে ব্লাড ম্যানেজ করে দেন। জ্ঞানের আলো পাঠাগারও অনলাইনের মাধ্যমে মূমুর্ষ রোগীদের ব্লাড ম্যানেজ করে দিবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply