গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়াঃ– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে আগে ফকির মিসকিনের দেশ বলা হতো, আজকে উন্নয়নশীল দেশ বলা হয়।
আজ বিশ্বের উন্নয়নশীল দেশ গুলো আমাদেরকে সন্মানের চোখে দেখে। আমরা আজকে একটি মর্যাদাশীল জাতিতে রুপান্তিত হয়েছি। আর এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে বাপার্ড হলরুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ আমাদেরকে বিশ্বের উন্নয়শীল দেশ গুলো যে মর্যাদার চোখে দেখে আমরা সেখানে থেমে থাকবো না। আমরা উন্নয়নশীল দেশ হবো। আর আমাদের তার জন্য বহুমূখী কাজ করতে হবে। বাপার্ডের মহাপরিচালক শেখ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: কামাল উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, বাপার্ডের প্রকল্প পরিচালক মাহমুদুন্নবী, উপ-পরিচালক আব্দুল গনি মিনা বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply