কালের চাকা নিউজ ডেস্কঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাসের ধাক্কায় শরীফ আহসান হাবিব (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালকসহ অপর একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রবিবার (১৮ আগস্ট) সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঢুশোর ব্রিজ নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শরীফ আহসান হাবিব কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত আবু তাহের শরীফের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, হাবিব শরীফ একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আসছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি ঢুশোর ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাস ওভার টেকিং করতে গেলে খুলনা থেকে ঢাকাগামী বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাসের (এসিডি-২৯-০২১৫) সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন জনই আহত হয়। দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাবিব শরীফকে মৃত ঘোষণা করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply