বেনাপোলে পিস্তল গুলি ম্যাগজিন ও গান পাওডার সহ একজন গ্রেপ্তার,
মোঃ মোঃ লোকমান রাসেল,
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশী পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ আসলাম হোসেন শিমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার(২০/০৮/১৯ইং) তারিখ সকাল ১১ টার সময় ওই বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে এসব অস্ত্র উদ্ধার করে। আটকৃত আসলাম হোসেন শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।
যশোর র্যাব -৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে ৩টি বিদেশী পিস্তল ৬৬ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তদন্তর স্বার্থে তাকে যশোর র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply