জয়বাংলা ও প্রজন্ম শাহবাগ
“””””””””””””””””””””””””‘””””””””””””
— এম. এম. লিয়াকত হোসেন (লিটন)
“””””””””””””””””””'””””””””””””””‘”””””””””””””””””””””””
আমি দেখিনি বায়ান্নর ভাষা আন্দোলন
আমি দেখিনি উনসত্তুরের গন-অভ্যুত্থান
আমি দেখিনি একাত্তুরের মুক্তিযুদ্ধ
কারন…
তখন আমার জন্ম হয়নি।
আমি দেখেছি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন
প্রজন্ম
জনসমুদ্রের উত্তাল শাহবাগ আর…
স্লোগান মুখরিত জয়বাংলা ও উদ্দীপ্ত গন- জাগরন।
আমি দেখিনি সেদিনের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
আমি দেখিনি ৭ ই মার্চে দাড়িয়ে বঙ্গবন্ধুর ভাষণ
আমি দেখিনি সেদিনের অগ্নিঝরা দিন
পশ্চিমারা করেছে মা-বোনের ইজ্জত হরণ !
তখন আমার জন্মও হয়নি।
আমি দেখেছি তরুন প্রজন্ম কন্ঠে লক্ষ শপথ
স্লোগান মুখরিত জয়বাংলা ও উদ্দীপ্ত গন-জাগরন।
আমি দেখিনি সেদিনের আবাল-বৃদ্দ-বনিতার
শতঃস্ফূর্ত অংশগ্রহন আমি দেখিনি
সেদিনের বৈঠা আর বাশেঁর লাঠির অগ্রমশাল
আমি দেখিনি যুদ্ধে পাঠাতে মা আর
তার বুকের সন্তান তখনও আমার জন্ম হয়নি।
আমি দেখেছি জেগেছে মানুষ নেমেছে ঢল
প্রজন্ম শাহবাগ, চেয়েছে কলঙ্ক মুক্ত বাংলাদেশ
ও যুদ্ধপরাধী নিপাত যাক আর..
স্লোগান মুখরিত
জয়বাংলা ও উদ্দীপ্ত গন-জাগরন।।
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply