শার্শা প্রতিনিধিঃ- যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের ২নং কলোনি এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সরোজমিনে গিয়ে জানা যায়, ২ নং কলোনির আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাধর এবং প্রভাবশালী নেতা আব্দুল হামিদ খন্দকার কর্তৃক ৯ বছরের শিশু মেয়েটি ধর্ষিত হয়েছে। রবিবার(১৮ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
ধর্ষিতার পরিবারের লোকজন সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার (১৮ আগস্ট) বিকেলে খেলা করতে করতে হামিদ খন্দকারের বাড়িতে গেলে লম্পট হামিদ খন্দকার শিশুটিকে ঝাপটে ধরে ঘরে নিয়ে উপর্যপুরী ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার করে উঠলে লম্পট আব্দুল হামিদ বিছানার কাঁথা কাপড় দিয়ে চেপে ধরে তাকে হত্যার চেষ্টা চালায় কিন্তু শিশুটির চিৎকারের শব্দে এলাকার মানুষ ছুটে আসলে হামিদ খন্দকারের চেষ্টা ব্যর্থ হয়। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ধর্ষণের বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় জানান, এব্যাপারে অত্র তদন্ত কেন্দ্রে একটি মামলা হয়েছে। এখনও কোন আসামি গ্রেফতার হয়নি। গ্রেফতারের জন্য অভিযান চলছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply