গভীর রাত।।
প্রচন্ড শীত পড়েছে। কুয়াশা সে শীতের
তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে বহুগুনে।
বাড়ির পাশের রাস্তায় একা দাঁড়িয়ে আছে
রাহাত। জনমানব শূন্য রাস্তার দু’পাশের
গাছের সারি জবুথবু হয়ে চুপ মেরে আছে।
একটু নড়লেই যেন গা শিউরে উঠবে।
চাঁদ দেখা রাহাতের বহু দিনের অভ্যেস।
পূর্নিমার একদিন পরের চাঁদ দেখছে সে। গাঢ় হলদে ভাব এখনো আছে। শীত,কুয়াশা, চাঁদ,আর রাহাত।
বেশ জম জমাট অবস্থা।
হঠাৎ সেলফোনে একটা মেসেজ আসে। তেমন খেয়াল দেয় না রাহাত। তাছাড়া এ রকমতো হরহামেশায় আসে। মোবাইল অপারেটরদের ইদানিং সময় জ্ঞান কমে গেছে, বিড়বিড় করে রাহাত। অনিচ্ছা সত্বেও দেখে নেয় মেসেজ ইনবক্স। এত রাতে ডাটা ফ্রির এসএমএস এসেছে!
মেজাজ বিগড়ে যায়, শান্ত ছেলেটার।
ডিলিট করতে গিয়েই আরেকটা এসএমএস এ
চোখ আটকে যায়!!
তিন বছর আগের একটা এসএমএস
একাই ঘুমাচ্ছো? এখন রাত ২টা বাজে।
আমার ঘুম আসছে না কিছুতেই
একটা গান শোনাবা প্লিজ।
পড়া শেষ করে, মোবাইল স্ক্রিন থেকে চোখ
তোলে ছেলেটা। ফের তাকায় চাঁদের দিকে।
ঘন কুয়াশায় অস্পষ্ট হয়ে আসছে চাদ। শীতের তীব্রতা আরো বেড়ে যায়।
নতুন পুরাতন সব এসএমএস ডিলিট করে, কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসে রাহাত।
ঠান্ডা লেপের ভিতর শরীর এলিয়ে দিয়ে
ভাবতে থাকে সে।
অত রাতে গান শুনিয়ে ঘুম পাড়াতাম!
পোষ না মানা কোন এক বুনো “পায়রা”
কে!!
চলবে….
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply