মো:হাচিবুর রহমান,নড়াইলঃ- ২০১৩ সালের ২৯ অক্টোবর একনেকে অনুমোদন পায় আঠারোবাকি নদী পুনঃখননের কাজ। ২০১৬ সালের ২৩ জানুয়ারি আঠারোবাকি নদী পুনঃখননের কাজ শুরুহয়। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চাপাইলঘাট থেকে খুলনার রূপসা উপজেলার আলাইপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার পুনঃখনন এবং ৭ (সাত) কিলোমিটার নদী ড্রেজিং করা হচ্ছে। প্রায় ১৩ থেকে ২২ ফুট গভীরতায় পুনঃখনন করা হচ্ছে আঠারোবাকি নদী। ইতোমধ্যে ৭৫ ভাগ নদী পুনঃখনন এবং খাল খননের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।
আঠারোবাকি নদীসহ ৩৩টি খাল পুনঃখননের মধ্য দিয়ে বদলে যেতে শুরু করেছিল নদী তীরবর্তি লাখো মানুষের জীবনযাত্রা। তবে স্থানীয় বাধা এবং দুই জেলার সীমানা দ্বন্দে থমকে আছে চাপাইলঘাট থেকে বাগুডাঙ্গা বাজার পর্যন্ত ২ কিঃমিঃ পুনঃখননের কাজ। নড়াইল জেলার কলিয়া উপজেলা এবং বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সীমানা দ্বন্ধে দীর্ঘ ১ বছরের বেশি সময় আটকে আছে এ প্রকল্প। স্থানীয় কালিয়া উপজেলা নির্বাহি অফিসার মো নাজমুল হুদা এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার সাহিদ মোনেম মজুমদার আজ (সোমবার) দিন ব্যাপি চেষ্টা করেও কোন সিদ্ধান্তে আসতে পারেননি। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, খুলনা বিভাগ-১ এর এস, ডি, ই মো: হুমায়ুন কবির, পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন হিরু, চুনখোলা ইউপি চেয়ারম্যান তানজিল মুনসি সহ উভয় উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো নাজমুল হুদা বলেন, যেহেতু স্থানীয় ভাবে কোন সমাধান হচ্ছে না তাই মন্ত্রনালয় যে সিদ্ধান্ত দিবে সে ভাবেই নদী পুনঃখননের কাজ করা হবে। পানি উন্নয়ন বোর্ড, খুলনা বিভাগ-১ এর এস, ডি, ই মো: হুমায়ুন কবির বলেন, তারা বিভাগিয় কমিশনার খুলনাকে বিষয়টি অবগত বরবেন এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন তারা সেভাবে পরর্বতী পদক্ষেপ গ্রহন করবেন।
সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট (বিডিপি) লিমিটেড এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোড বাস্তবায়নে কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২শ’ ৮১ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা। এর মধ্যে একটি সুইসগেট নির্মাণসহ আঠারোবাকি নদী পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ১শ’ ২৫ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply