হারান মিত্র, অালফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ- সারাদেশ ডেঙ্গু আতংকে কাঁপছে। দেশের ৬৪ জেলার মধ্যে বর্তমানে ৬০ জেলায় ডেঙ্গু রোগির সন্ধান মিলেছে।
এই আতংকের খবর ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় বিরাজমান।
বুধবার সকালে আলফাডাঙ্গা পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে।
পৌরসভা কার্যালয়ের আশপাশে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা সহ পৌর সভার বিভিন্ন এলাকায় পুকুর ডুবা নালার মশা নিধনের ওষুধ আনুষ্ঠানিকভাবে ছিটানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান , উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য জেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ শহিদুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মো: এনায়েত হোসেন প্রমূখ । এসময় পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান বলেন, হঠাৎ ডেঙ্গু আতংক আলফাডাঙ্গাতে ছড়িয়ে পড়েছে। চিন্তিত হওয়ার কিছু নেই আলফাডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের আনাচেকানাচে মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হয়েছে ।এ সময় আরো উপস্থীত ছিলেন স্থানিয় রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমূখ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply