বিশ্বজিৎ সিংহ রায়ঃ- জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে সোসিও কালচারাল এনভায়রনমেন্টাল সায়েন্সে দুই বছরের মাস্টার্স কোর্স অধ্যয়নের সুযোগ পেলেন মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মেধাবী সন্তান মোঃ মনিরুল ইসলাম। সে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃপ্রাপ্ত) শিক্ষক মোঃ মতিয়ার রহমানের তৃতীয় পুত্র। প্রতিভা কখনো দাবিয়ে রাখা যায় না তারই এক অনন্য দৃষ্টান্ত মোঃ মনিরুল ইসলাম। সে ২০০৬ সালে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস, এস,সি পাশ করেন, ২০০৮ সালে মহম্মদপুর আমিনুর রহমান (ডিগ্রী) কলেজ বিজ্ঞান বিভাগ থেকে এইচ, এস,সি পাশ করেন, ২০১২ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ থেকে বি, এস, সি (অনার্স) পাশ করেন। পরবর্তীতে ২০১৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে মাস্টার্স পাশ করে বর্তমানে শেরপুরপুর সরকারী পলিটেকনিক কলেজে ইন্সট্রাক্টর পদে কর্মরত আছেন। এ বিষয়ে মোঃ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে জাপান সরকারের ফুল ফ্রি স্কোলারশিপ পেয়ে জাপানে টোকিও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে অধ্যয়নের জন্য বিদেশ গমন করবেন। তিনি সকলের দোয়া কামনা করছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply