লোকমান রাসেল, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ- দেশের আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল নিরাপত্তা প্রহরীর হাতে ধরা পড়লো সুমন হোসেন (২০) নামের এক গাড়ির যন্ত্রাংশ চোর।
গত মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে চুরির ঘটনাটি ঘটে।
সুমন নামের ওই চোর টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কে অবস্থানরত ভারতীয় মোট ৫টি গাড়ি থেকে ১৭টি গাড়ির ব্যাটারি এবং দুইটি লোড জগ চুরি করে।
এ বিষয়ে যানজট নিরসনে কমিউনিটি পুলিশের নিরাপত্তা প্রহরীর প্রধান আকবর আলী সিকদার জানান, ঘটনার দিন রাত ৮ টার দিকে প্রহরীদের ডিউটি পরিবর্তনের সময় চুরির ঘটনাটি ঘটে।
তিনি আরো জানান, গাড়ির যন্ত্রাংশ চুরি হচ্ছে এমন একটি সংবাদ আমাদের কাছে পৌঁছানোর সাথে সাথে আমরা সেখানে অভিযান চালিয়ে সুমনকে ধরে ফেলি। তার স্বীকারোক্তি মোতাবেক বেনাপোল বাজারে ঝংকার মাইক সার্ভিস থেকে ২ টি ব্যাটারি, ২টি লোড জগ, রহমত ইলেকট্রিক ওয়ার্কসপ থেকে ১টি ব্যাটারি এবং বেনাপোল মিলনের তেল পাম্প থেকে ২টি ব্যাটারি উদ্ধার করি। বাকি ১২টি ব্যাটারির সন্ধান এখনো পাওয়া যায়নি। পরে সুমনকে বন্দরের নিরাপত্তা বাহিনী আনসারদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে বন্দরে নিরাপত্তা বাহিনী আনসার প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন বাকি মালামাল উদ্ধারে চোর সুমনকে নিজেদের কাস্টডিতে রেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply