হারান মিত্র,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বজ্রপাতে হাফিজুর শরিফ নামের এক দিন মুজুর নিহত হয়েছে। আজ ২২আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টা ৩০মিনিটের সময় উপজেলার গোপালপুর ইউনিয়নের হঠাৎ পাড়া এলাকায় নদীর খালের পানিতে নজরুল শরিফ(৪০),হাফিজুর শরিফ (৩৫)এবং হোসেন শরিফ (৩০)সহ আপন তিন ভাই এক সাথে চরকাতলাশুর গ্রামের পাখি মোল্যার পাট ধোয়ার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনা স্থানেই নিহত হন হাফিজুর শরিফ। স্থানীয় ইউপি সদস্য মোঃ বিল্লাল মোল্যা জানান নিহত হাফিজুর শরিফের বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামে। তার বাবার নাম মোঃ সিরাজ শরিফ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply