গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের বালিয়াকান্দি বাজারে অবস্থিত হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার সুফিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৮ শিক্ষাবর্ষের মোট ৯৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।
স্থানীয় ৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসার বিভিন্ন শ্রেনীর ৭২ জন ১ম .২য় ও ৩য় স্থান অধিকারীদের এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জনকে বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী।
বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সুফিয়া বেগম ফাউন্ডেশনের সভাপতি মো: মনিরুজ্জামান মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাসলিমা আলী,কালীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন মন্ডল,ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: রফিকুল ইসলাম। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ আলী।
অনুষ্ঠানে ৭ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ১ম স্থান অধিকারীকে ২০০০ টাকা,২য় স্থান অধিকারীকে ১৫০০ টাকা,৩য় স্থান অধিকারীকে ১০০০ টাকা বৃত্তি দেয়া হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply