আলফাডাঙ্গা প্রতিনিধিঃ- ফরিদপুরের আলফাডাঙ্গায় সর্বসাধারনের গোসলের একমাত্র নিজ পুকুরে পানি ঘোলানো বাধা দেওয়ায় স্বামী স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বড় ভাই ও ভাতিজা।
জানাযায় গত ২৩ আগস্ট আনুমানিক সকাল ১১ টার সময় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দরুনা গ্রামের বড় ভাই ছলেমান শেখ (৫৫), ভাতিজা সজল শেখ (২০) আকাশ শেখ (১৮) এর লাঠির আঘাতে স্বামী স্ত্রী অবঃ সৈনিক মিকাইল শেখ (৫০) শারমিন সুলতানা (৪০) এবং প্রতিবন্ধি ১ ছেলে সাবু শেখ ও অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়ে মিমি আক্ততার কে বাড়ির উপর এসে এলোপাথাড়ী মারপিট করে রক্তাক্ত জখম করা হয়েছে।
এ সময় স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে এক পরিবারের ৪ জন লিলা ফোলা রক্তাক্ত জখম হয়।
পরবর্তীতে এলাকাবাসীর সহযোগীতায় দ্রুত আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্সে আনা হলে স্ত্রী শারমিন সুলতানা কে ভর্তি রাখা হয় এবং স্বামী মিকাইল শেখের চোখের কানায় আঘাতে ক্ষত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সরেজমিনে গিয়ে গোপন সুত্রে জানা যায় সামান্য পুকুরের পানি ঘোলানো নিয়ে এ বিরোধ।
তবে আহত মিকাইল শেখ সাংবাদিকদের নিকট বলেন,সজল জামাত শিবির দল করে।
আর ওর পিতা ছলেমান শেখ খুলনার সন্ত্রাস, খুলনাতে শ্রমিক নেতা সিরাজের খুনি আমার কাছে ওর নামে মামলার কাগজ রয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply