বাঁচতে চান আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল বাসার মিয়া
—————————–
এম.এম.লিয়াকত হোসেন লিটনঃ-
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল বাসার মিয়ার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে।তিনি ঢাকা মেডিকেল হসপিটালের ৯ ম তলার ৯০১ নং ওয়ার্ড (কিডনি বিভাগ) ৯ নং রুমের ৫০ নং সিটে ভর্তি আছেন।
উপজেলার ত্যাগী এই নেতা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে সব সময় দলকে এগিয়ে নিয়ে গেছেন।
দূর্সময়ে শত ঘাত প্রতিঘাতেও দলের ভাবমুর্তি রক্ষার্থে একটুও পিছপা হননি।জীবন আর যৌবনের সবটুকু সময় কাটিয়েছেন দলের নিবেদিত প্রাণ হয়ে।
কিডনির অসহনীয় ব্যথায় ঢাকা মেডিকেল হসপিটালে শুয়ে কাতরাচ্ছে ৭১ এর রনাঙ্গনের এই বীর সেনা।তার সারা শরীর ফুলে ফেঁপে একাকার।প্রিয় নেতাকে দেখতে প্রতিদিন হসপিটালের রুমে ভিড় করছে শত শত নেতা কর্মি।
ফিসফিস কন্ঠে আলফাডাঙ্গার মাটি ও মানুষের নেতা,নুরুল বাসার মিয়া আক্ষেপ করে প্রতিবেদককে বলেন,আমার সারা জীবন চলে গেল আওয়ামী লীগ করতে করতে,শত বাধাঁ বিপত্তি আমাকে আমার আস্হা ও বিশ্বাস থেকে এতটুকু দমাতে পারি।
আমিই একমাত্র নেতা,যে দলের দূর্সময়েও হাল ধরে ছিলাম আজও আছি।কখনও দলের স্বার্থে পিছপা হইনি,বুক দিয়ে আগলে রেখেছি বঙ্গবন্ধুর আদর্শের দীক্ষিত হয়ে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কে।গ্রামে গ্রামে পায়ে হেটে আওয়ামী লীগ কে সুসংগঠিত করেছি।এখনও
বীর দর্পে দলকে সুসংগঠিত করে চলেছেন উপজেলার এই প্রবীণ রাজনৈতিক নেতা।
তিনি জননেত্রী শেখ হাসিনার ও সরকারের নিকট সাহায্যের আবেদন করেছেন,তাকে যেন উন্নত চিকিৎসা করানো হয়,তিনি বাঁচতে চান।
জননেত্রী শেখ হাসিনার উপজেলা খ্যাত আলফাডাঙ্গা আওয়ামী লীগের এই নেতার জন্য প্রতিদিন হাজারো নেতা কর্মি শুভাকাঙ্ক্ষী ও শুভাশিস মানুষ দোয়া করছেন।
জননেত্রী শেখ হাসিনার নিকট আলফাডাঙ্গা উপজেলার মানুষের একটাই দাবী,মমতাময়ী নেত্রী, আপনার আলফাডাঙ্গার এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রবীন নেতা নুরুল বাসার মিয়াকে আপনি দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্হা করুন।
আমরা উপজেলা বাসি তাকে আমাদের মাঝে ফিরে পেতে চাই।তার মুখে আমরা শুনতে চাই আবারও গর্জে ওঠা জয়বাংলার স্লোগান।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধের রনাঙ্গনের এই সৈনিক বিনা চিকিৎসায় ধুকে ধুকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমরা উপজেলা বাসি সহ্য করতে পারছিনা।তাকে দেখতে আসা অনেকেই আবেগ ধরে রাখতে পারেনি,কান্নার চিৎকারে হসপিটাল আকাশ ভারি করে প্রতিবেদক কথা বলার এসময়ে।
নুরুল বাসার মিয়া সকলের নিকট দোয়া চেয়েছেন ও আলফাডাঙ্গা ও ঢাকাস্থ আলফাডাঙ্গার এলিট পারসোনদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন।
তিনি আমি দৈনিক কালের চাকার এই প্রতিবেদককে বলেন,আপনার মাধ্যমে বলতে চাই-
আমার এই অসহায়ত্ব ও অসুস্থতার বার্তা যেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট পৌছে দেন আমাদের জনপ্রতিনিধী এমপি মহোদয় সহ স্হানীয় ও কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে।
আমি বাঁচতে চাই।ফিরে যেতে চাই আমার শেকড়ের মাটিতে।গাইতে চাই আবার আমার হৃদিমন্দিরে গাঁথা জয়বাংলার গান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply