নিজস্ব প্রতিবেদকঃ- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের মৃত-আঃ সামাদ শেখ এর গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন শেখ (৭৩) সরকার কর্তৃক ঘোষিত জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে বিবেচিতদের মধ্যে তিনিও একজন । মহিউদ্দিন শেখ একজন ভারতীয় প্রশিক্ষন প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
তিনি যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার, যাহা ভারতীয় তালিকা নং ৪৩০৮, গেজেট নং ৫২৪, মুক্তিবার্তা নং ০১০৮০৩০১৫৭ , তিনি তাঁর চোখের দৃষ্টি শক্তি দিন দিন হারিয়ে ফেলছেন। দু’চোখে ছানি পড়েছে যেহেতু তিনি মুক্তিযোদ্ধা সেহেতু ডাক্তার দেখাবেন বলে অনেক ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু’র সহধর্মিণী মঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত “শেখ ফজিলাতুননেছা চক্ষু হাসপাতাল ” ঘোনাপাড়া-গোপালগঞ্জ যেতে কারণ সেখানে বিনামূল্যে অপারেশন করা হয় এ জন্যে । সিদ্ধান্ত অনুযায়ী গত ১১/০৭/২০১৯ ইং তারিখে গিয়ে ডাক্তার দেখালেন , ভর্তি হলেন এক তলার ১৩৫ নং রুমে ১২নং সীটে ,ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দিলেন তিনি সে গুলি করালেন ।
পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার সাহেব তাকে অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করলেন ১৭/০৭/২০১৯ ইং তাঁর ছানি অপারেশন করা হবে ।
ঠিক সেই নির্ধারিত তারিখেই তিনি প্রয়োজনীয় কাগজপত্র সহ ঐ হাসপাতালে যান , তাকে যথা নিয়মে পুনঃরায় ভর্তি করে তৃতীয় তলায় সীট দেওয়া হল ছানি অপারেশন করা হবে বলে ।
তিনি মানসীক ভাবে প্রস্তুতি নিচ্ছেন অপারেশনের জন্য কিন্তু হঠাৎ করে একজন স্বাস্থ্য সেবিকা এসে বললেন আপনাকে চতুর্থ তালায় যেতে হবে এই বলে ওখান থেকে নিয়ে এসে তাঁকে জানিয়ে দেওয়া হল মুক্তিযোদ্ধাদের কোন বাজেট নেই আপনার অপারেশন হবে না, আপনি চলে যান।
এ সময় যেন বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হল জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন শেখ এর নিকট ।
তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন কে বাজি রেখে অংশ গ্রহণ করেছিলাম ,
এ জন্যেই কি দেশ স্বাধীন করেছিলাম? তিনি অনেক ক্ষোভের সঙ্গে দুঃখ করে বললেন আমার টাকা নাই তাই আমার চোখের অপারেশন করা হলো না।
যাদের নিকট থেকে দশ,পনের, বিশ হাজার টাকা লেন্স বাবদ হাদিয়া পাচ্ছেন তাদের কে অপারেশন করা হচ্ছে অথচ আমাকে দিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করার পর একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বে ও আমাকে হয়রানি ও প্রতারণা করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ আমার সাথে প্রতারণা করে আমাকে ঠকিয়েছে কারণ হাসপাতালের দেওয়ালে বিজ্ঞপ্তি টাঙ্গানো আছে যে মুক্তিযোদ্ধাদের কে বিনামূল্যে অপারেশন করা হয় ।
তাহলে আমাকে কেন ঠকানো হল ?
আমি এর প্রতিকারের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয় বিশ্বনেত্রী সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এর বিচারের ভার অর্পণ করলাম।
মাননীয় নেত্রী আপনার নিকট বিনয়ের সহিত অনুরোধ করছি আপনার মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে আমার বিষয়টি বিবেচনার জন্য সদয় অনুরোধ করছি।
পাশাপাশি বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান যাহাতে কতিপয় ব্যক্তি বিশেষ কারো দ্বারা যাহাতে কোন প্রকার ক্ষতি বা সমালোচনা না হয় সে দিকে পরম শ্রদ্ধার সহিত আপনার মহৎ হৃদয়ে বিশেষ নজর রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী নেত্রী আপনি তো মমতাময়ী মা , বঙ্গবন্ধু কন্যা , আপনি দয়া করে বিষয়টি সদয় হবেন এবং নজরে আনবেন । আমার মোবাইল নং ০১৭৫৯৩৭৪১৯৮।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply