কাশিয়ানী প্রতিনিধিঃ- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরে কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৬টি কোচিং সেন্টার সিলগালা ও এক’শ জোড়া বেঞ্চে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন।
কাশিয়ানী উপজেলা সদরে দীর্ঘদিন যাবত আইন অমান্য করে কতিপয় শিক্ষক কোচিং বাণিজ্য করে আসছিলো। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ দীর্ঘদিন যাবৎ এসব শিক্ষককে কোচিং সেন্টার চালাতে নিষেধ করলেও তারা বিষয়টি কর্ণপাত করেননি।
উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ সময়ে ৬টি কোচিং সেন্টারে সিল করে দেন এবং এসব প্রতিষ্ঠানের এক’শ জোড়া বেঞ্চ উপজেলা চত্তরে এনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply