নিজস্ব প্রতিবেদকঃ- যশোরের শার্শায় সারজিনা খাতুন (২২) নামে এক গৃহবধূ হাত-পা বিহীন এক মেয়ে শিশুর জন্ম দিয়েছেন। সদ্যভূমিষ্ঠ শিশুটির মুখমণ্ডল, শরীর, চেহারা সবই ভালো। তবে হাত এবং পা দুটি হয়নি।
গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাগআঁচড়া বাজারে জনসেবা ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সারজিনা খাতুন বাগআঁচড়া উপজেলার বসতপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী।
নবজাতকের চাচী জানান, বুধবার প্রসব বেদনা উঠলে সারজিনাকে বাগআঁচড়ার জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অস্ত্রপচারের মাধ্যমে বাচ্চা হওয়ার পর আমার কাছে দিলে দেখি চেহারা খুব সুন্দর হলেও হাত এবং পা দুটি নেই।
এ বিষয়ে জনসেবা ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডা. শহিদ হাসান বলেন, এটি একটি জন্মগত সমস্যা যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন জিনগত সমস্যা, কিছু কেমিক্যাল ভাইরাস এবং কিছু (টেরাটোজোনিক) ওষুধ যদি গর্ভাবস্তায় সেবন করা হয় তবে এমন বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে।
শিশুটির চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। কিছু ক্ষেত্রে কৃত্রিম হাত-পা ব্যবহার কিংবা সার্জারির প্রয়োজন হতে পারে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply