হারান মিত্র( আলফাডাঙ্গা) ফরিদপুর,প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ও টগরবন্ধ ইউনিয়নে মধুমতি নদী ভাঙনে এলাকাবাসির ভিটা বাড়ী গাছপালাসহ ফসলী জমি বর্তমান বিলুপ্ত প্রায়।
নদী ভাঙন রোধে আজ ৩০ আগষ্ট সকাল ১০ টায় টগরবন্ধ ইউনিয়নের চরডাঙ্গা, চরআজমপুর গ্রামের কৃতিসন্তান,বিশিষ্ট সমাজ সেবক, বর্তমান যুব সমাজের তারুন্যের অহংকার, আগামী টগরবন্ধ ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিকদার লিটনের নেতৃত্বে প্রধানমন্ত্রী সুদৃষ্টি আকর্ষন চেয়ে নদী ভাঙ্গন রোধে এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
এ সময় ফরিদপুর -১ আসনের সাংসদ মুন্জুর হোসেন নেতা কর্মি নিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। তিনি দ্রুত মধুমতি নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন। এসময় বাংলাদেশ পানী উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী বাবু সন্তোশ কর্মকার উপস্থিত ছিলেন। এ বিষয়ে সমাজ সেবক সিকদার লিটন সাংবাদিকদের বলেন,আমি ব্যক্তিগত সুবিধা চাই না, আমার এলাকার মানুষের কল্যানে আমি নিজেকে উৎস্বর্গ করেছি। মাননিয় সাংসদ মুন্জুর হোসেন এর মাধ্যমে আমি প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃস্টি আকর্শন করছি। মাননিয় প্রধানমন্ত্রী এ দরিদ্র এলাকার বিপদ গ্রস্থ মানুষ ভিটাবাড়ী হাড়িয়ে কাঁদছে।
কেউ অনাহারে কেউ অর্ধাহারে,রাস্তার পাশে জীবন যাপন করছেন।আপনার সুদৃস্টিতে এলাকার মানুষ পৈতিক ভিটা বাড়ী রক্ষার জন্য আপনার হস্তক্ষেপ কামনা করেছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply