বেমালুম ভুলে যাই—–
কোন কিছুই খুব বেশি দিন মনে আকড়ে ধরে রাখতে পারিনা। খুব প্রিয় কিছু হারানোর শংকা দেখা দিলে, মাত্রাতিরিক্ত ছটফট করি, অধৈর্য হয়ে যাই। দাপাদাপি ছুটোছুটি করি। খানিকটা পাগলামিও ছুড়ে দেই পরিচিত মহলে।
একটা ঘোরাচ্ছন্নতা বোধ করি সব সময় যেখানে সেখানে। চাদ, রাত, সন্ধ্যে, বিকেল, আড্ডা সবখানেই ঘোরের অহেতুক ঘোরতর বিলাপ। চেতনা যখন পরিচ্ছন্ন হয়, স্বাভাবিকতা ফিরে আসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তখন আচ্ছন্নে থাকা দিনগুলো অস্পষ্টতা নিয়ে ধরা দেয়।
অনাহত কোন চাপ সহ্য করে না আমার নিউরন। ধীরে ধীরে সয়ে ফেলে আতংকিত সময়ক্রম। অনেকের সহ্য ক্ষমতা দেখে অসহ্য হয়ে পড়ি। তারা সহজে ঘাবড়ায়না। সহজে ভূলেও যায় না কাউকে। সম্ভত অনূভুতির মাত্রার উপস্থিতি কম তাদের।
আমি-অল্পেই তটস্ত হই, অল্পেই ভুলে যাই। আমার সাড়ে পাঁচ লক্ষ নিউরন অতিশয় দূর্বল। সহ্য হয়না বলেই দূর দূর করে তাড়িয়ে দেয় পুরনো স্মৃতি গুলোকে। জমানো কষ্টের আস্বাদ নেওয়া আমার কাজ নয়।
আমার কাজ হল, জমাট বাধা কষ্ট চোখ ফাটিয়ে ডেলিভারি দেয়া। খুব গোপনে, নিঃসঙ্গতা সংগী করে।
তাই- ভাল থাকি ভুলে ভুলে
আর হারিয়ে ফেলা প্রিয়দের বেমালুম ভুলে যাই।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply