আজ মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর একশত-একতম জন্মজয়ন্তী । উনিশশো একাত্তর সালের চৌঠা এপ্রিল তিনি মুক্তিযুদ্ধরত বাংলাদেশকে চারটি সামরিক আঞ্চলিক কমাণ্ডে এবং জুন মাসে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের অনুমোদনক্রমে এগারোটি সেক্টরে বিভক্ত করে সম্মিলিত মুক্তিবাহিনীকে পরিচালনা করেন । অতঃপর ষোল ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমাণ্ডে হানাদার পাকিস্তান সামরিক বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় ।
মুক্তিযুদ্ধকালে কলকাতায় দু’বার জেনারেল ওসমানীর সাথে আমার সংযোগ ঘটে । স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ও পরবর্তীতে একজন স্বতন্ত্র রাজনৈতিক নেতা হিশেবে তাঁকে আমি অত্যন্ত নিকট থেকে ঘনিষ্ঠভাবে দেখেছি ।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে জেনারেল ওসমানী একজন সফল সেনানায়ক হিশেবে চিরকাল স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন । একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আমি তাঁর অবিস্মরণীয় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ।
আবীর আহাদ
সভাপতি
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply